আবহাওয়া
শিলং, চেরাপুঞ্জি অঞ্চলে গ্রীেষ্ম তাপমাত্রা ১৫ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে ৩.৯ থেকে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। উত্তর পূর্ব ভারতের এই প্রান্তে বৃষ্টিপাতের হার বেশি। বর্ষাকাল ছাড়াও বৃষ্টি হতে পারে যে কোনও সময়। বেড়ানোর ভাল সময় ২টো- নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ট্রেকিং, প্রকৃতি বীক্ষণ, ইত্যাদির জন্য আদর্শ। বৃষ্টির পূর্ণ রূপ দেখতে চাইলে মে থেকে অক্টোবর মাসে আসা উচিত।
থাকা
গুয়াহাটিতে থাকার ভাল জায়গা পাওয়া যাবে:
হোটেল নন্দন, ফোন নং: (০৩৬১) ৫৪০৮৫৫
হোটেল ব্রহ্মপুত্র অশোক, ফোন নং: ৩৬ ১৩৩ ২৩৩
হোটেল বেলভিউ, ফোন নং: ৩৬ ১২৮ ২৯১
হোটেল প্রাগ কিন্টনেন্টাল, ফোন নং: ৩৬ ১৩৩ ৭৮৫
হোটেল কুবের ইন্টারন্যাশনাল, ফোন নং: (০৩৬১) ৫২০৮০৭
চেরাপুঞ্জিতে থাকার ভাল জায়গা:
চেরাপুঞ্জি হলিডে রিসর্ট, ফোন নং: (০৩৬৩৭) ২৪৪২১৮, ২৪৪২১৯, ২৪৪২২০
টুকিটাকি
চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। ঘরের জানলা দিয়ে অবিশ্রান্ত ধারা দেখতে ভাল লাগলেও বাইরে বের হলে দরকার পড়তে পারে ছাতা, বর্ষাতি ও রবারের জুতো। রওনা হওয়ার আগে সঙ্গে নিতে ভুলবেন না।
সর্দি, কাশি, জ্বর, মাথাব্যাথা ও সাধারণ পেটের অসুখের ওষুধ সঙ্গে রাখা উচিত হবে। পানীয় জল পরিশ্রুত করতে জিওলিন জাতীয় পিউরিফায়ার হাতের কাছে রাখুন।
ব্যাঙ্ক ও এ টি এম পরিষেবা এখানে আছে। ক্রেডিট ও ডেবিট কার্ডে দাম মেটানোর ব্যবস্থা প্রচলিত আছে বেশ কিছু হোটেল, রিসর্ট ও রেেস্তারায়।
মেঘালয়ে সাধারণ মানুষের কথ্য ভাষা খাসিয়া। পরদেশিদের সঙ্গে অবশ্য হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় এরা কথা বলেন।
শিলং, চেরাপুঞ্জি অঞ্চলে গ্রীেষ্ম তাপমাত্রা ১৫ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে ৩.৯ থেকে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস থাকে। উত্তর পূর্ব ভারতের এই প্রান্তে বৃষ্টিপাতের হার বেশি। বর্ষাকাল ছাড়াও বৃষ্টি হতে পারে যে কোনও সময়। বেড়ানোর ভাল সময় ২টো- নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস ট্রেকিং, প্রকৃতি বীক্ষণ, ইত্যাদির জন্য আদর্শ। বৃষ্টির পূর্ণ রূপ দেখতে চাইলে মে থেকে অক্টোবর মাসে আসা উচিত।
থাকা
গুয়াহাটিতে থাকার ভাল জায়গা পাওয়া যাবে:
হোটেল নন্দন, ফোন নং: (০৩৬১) ৫৪০৮৫৫
হোটেল ব্রহ্মপুত্র অশোক, ফোন নং: ৩৬ ১৩৩ ২৩৩
হোটেল বেলভিউ, ফোন নং: ৩৬ ১২৮ ২৯১
হোটেল প্রাগ কিন্টনেন্টাল, ফোন নং: ৩৬ ১৩৩ ৭৮৫
হোটেল কুবের ইন্টারন্যাশনাল, ফোন নং: (০৩৬১) ৫২০৮০৭
চেরাপুঞ্জিতে থাকার ভাল জায়গা:
চেরাপুঞ্জি হলিডে রিসর্ট, ফোন নং: (০৩৬৩৭) ২৪৪২১৮, ২৪৪২১৯, ২৪৪২২০
টুকিটাকি
চেরাপুঞ্জি মানেই বৃষ্টি। ঘরের জানলা দিয়ে অবিশ্রান্ত ধারা দেখতে ভাল লাগলেও বাইরে বের হলে দরকার পড়তে পারে ছাতা, বর্ষাতি ও রবারের জুতো। রওনা হওয়ার আগে সঙ্গে নিতে ভুলবেন না।
সর্দি, কাশি, জ্বর, মাথাব্যাথা ও সাধারণ পেটের অসুখের ওষুধ সঙ্গে রাখা উচিত হবে। পানীয় জল পরিশ্রুত করতে জিওলিন জাতীয় পিউরিফায়ার হাতের কাছে রাখুন।
ব্যাঙ্ক ও এ টি এম পরিষেবা এখানে আছে। ক্রেডিট ও ডেবিট কার্ডে দাম মেটানোর ব্যবস্থা প্রচলিত আছে বেশ কিছু হোটেল, রিসর্ট ও রেেস্তারায়।
মেঘালয়ে সাধারণ মানুষের কথ্য ভাষা খাসিয়া। পরদেশিদের সঙ্গে অবশ্য হিন্দি-ইংরেজি মেশানো এক মিশ্র ভাষায় এরা কথা বলেন।
No comments:
Post a Comment