উত্তরাখণ্ডে যেতে হলে এই অঞ্চলের প্রবেশদ্বার হরিদ্বার অথবা হৃষিকেশ
যাওয়াই দস্তুর। হাওড়া রেল জংশন থেকে প্রচুর ট্রেন প্রত্যেক দিন হরিদ্বার ও
হৃষিকেশ পৌছচ্ছে। ট্রেন আসছে ভারতের অন্যান্য প্রান্ত থেকেও এই দুই জায়গায়।
এর পর রেলের বেন্দাবস্ত আর নেই। ভরসা বাস, সুমো, কোয়ালিস, বোলোরো, জিপ ও
অন্যান্য মোটরযান।
ট্রেনে ছাড়াও হরিদ্বার যাওয়া যায়। নয়াদিিল্ল থেকে হরিদ্বার মাত্র ২০৮ কিলোমিটার। সকাল ৬টা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর হরিদ্বারের বাস পাওয়া যায়। শেষ বাস ছাড়ে রাত ৯-৩০ মিনিটে। হরিদ্বার, দেরাদুন, অথবা হৃষিকেশ পৌছে বাস
বা ভাড়া গাড়িতে গৌরীকুণ্ড। তিন জায়গা থেকেই গাড়ি ভাড়া করা যায়। জি এম ভি এন-র নিজস্ব এ সি বাস বা অন্যান্য গাড়িও বুক করা যায়। গৌরীকুণ্ড থেকে উখিমঠের দূরত্ব ৪৩ কিলোমিটার। মরশুমে ভোর পাচটায় দিনে একবার ‘ভুখ হরতাল’ বাস গৌরীকুণ্ড থেকে ছেড়ে বেলাবেলি পৌছয় বদরিতে। বদরি পৌছনোর অনেক আগেই পড়ে উখিমঠ। প্রথমদিন উখিমঠ থেকে রাসি গ্রাম জিপে ১৩ কিলোমিটার। তবে হেঁটে যেতে হলে বিরৌলি থেকে
যাত্রা শুরু করে প্রথম রাত বিশ্রাম নেওয়া যাবে রাসিতে। পরের দিন সকালে ট্রেকিং শুরু করে রাত কাটবে খাডারায়। তৃতীয় দিন সকাল সকাল হাঁটা শুরু করে মদমহেশ্বর মন্দির পৌছনো যাবে বিকেল পাচটার মধ্যে।
উড়ানপথের হদিস পেতে: http://www.mapsofindia.com/flight-schedule/index.html
রেলপথের যাবতীয় খবরের জন্য: http://www.mapsofindia.com/railway-timetable/index.html
ট্রেনে ছাড়াও হরিদ্বার যাওয়া যায়। নয়াদিিল্ল থেকে হরিদ্বার মাত্র ২০৮ কিলোমিটার। সকাল ৬টা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর হরিদ্বারের বাস পাওয়া যায়। শেষ বাস ছাড়ে রাত ৯-৩০ মিনিটে। হরিদ্বার, দেরাদুন, অথবা হৃষিকেশ পৌছে বাস
বা ভাড়া গাড়িতে গৌরীকুণ্ড। তিন জায়গা থেকেই গাড়ি ভাড়া করা যায়। জি এম ভি এন-র নিজস্ব এ সি বাস বা অন্যান্য গাড়িও বুক করা যায়। গৌরীকুণ্ড থেকে উখিমঠের দূরত্ব ৪৩ কিলোমিটার। মরশুমে ভোর পাচটায় দিনে একবার ‘ভুখ হরতাল’ বাস গৌরীকুণ্ড থেকে ছেড়ে বেলাবেলি পৌছয় বদরিতে। বদরি পৌছনোর অনেক আগেই পড়ে উখিমঠ। প্রথমদিন উখিমঠ থেকে রাসি গ্রাম জিপে ১৩ কিলোমিটার। তবে হেঁটে যেতে হলে বিরৌলি থেকে
যাত্রা শুরু করে প্রথম রাত বিশ্রাম নেওয়া যাবে রাসিতে। পরের দিন সকালে ট্রেকিং শুরু করে রাত কাটবে খাডারায়। তৃতীয় দিন সকাল সকাল হাঁটা শুরু করে মদমহেশ্বর মন্দির পৌছনো যাবে বিকেল পাচটার মধ্যে।
উড়ানপথের হদিস পেতে: http://www.mapsofindia.com/flight-schedule/index.html
রেলপথের যাবতীয় খবরের জন্য: http://www.mapsofindia.com/railway-timetable/index.html
No comments:
Post a Comment