পারোর গাংতি প্যালেসের সামনে সবুজ ঘাসের লনটিতে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন
শিল্পীরা। শীত পড়েছে। সোয়েটার, জ্যাকেট, মাফলারে নিজেদের জড়িয়ে নিয়েছেন
শিল্পীরা। গ্যালারি কায়ার আয়োজনে ভুটান আর্ট ক্যাম্পে এসেছেন তাঁরা। মাত্র
৪৫ মিনিট আকাশপথ পাড়ি দেওয়ার পর যেন অন্য এক রাজত্ব! সুউচ্চ পাহাড়, পাহাড়ের
গায়ে হেলান দেওয়া মেঘ, সূর্য আর মেঘের লুকোচুরি খেলায় দুলছে শিল্পীদের মন।
মৌন, শান্ত নীরবতা থেকেই তারা পেয়ে যাচ্ছেন ছবি আঁকার প্রস্তুতির সন্ধান।
যখন যাকে কাছে পেলাম, তাঁর কাছ থেকেই তাঁদের প্রাথমিক অনুভূতিগুলো জেনে
নিলাম আমরা:
এত পরিপাটি দেশ এবং এত সবুজ, মেঘের লুকোচুরি খেলা, সবকিছু মিলিয়ে আমি শিহরিত হয়ে উঠেছি। আমার নিজের দেশ আমি ভালোবাসি। তারপরও বলি, বাংলাদেশের সঙ্গে এ রকম একটি দেশেরও নাগরিক হতে পারলে জীবনের স্বার্থকতা খুঁজে পেতাম।—মনসুর উল করিম
দেশটা যে এত সুন্দর, তা না এলে বুঝতে পারতাম না। দেখেই মনে হচ্ছে কাজ ভালো হবে। এত শান্ত, এখানে বেশি কথা বলার লোকও নেই। বেশ শান্ত ও নিরিবিলি পরিবেশে কাজ করতে পারব।—তরুণ ঘোষ
ঢাকা শহরের যে বিশাল জনগণের চাপ ও মানসিক চাপ তা থেকে মুক্ত হয়ে এখানে এসে মনে হচ্ছে স্বস্তি বোধ করছি। এটাই প্রথম অনুভূতি। আমরা এসেছি ছবি আঁকার জন্য, আশা রাখি আমাদের ছবি আঁকার অনুভূতি সুখপ্রদ হবে।—রনজিৎ দাস
পাহাড়ের গায়ে মেঘ, আকাশ, বাড়িঘর, সকাল-বিকালে তার রূপান্তর, সব মিলে অপূর্ব। আমার কাছে বিস্ময়কর সুন্দর মনে হচ্ছে।—সমরজিৎ রায়
পাহাড় হলেই সুন্দর হবে, সে ধারণা ছিল। সেটা যে কতখানি সুন্দর, পারো বিমানবন্দরে নেমে তা বুঝলাম। পারোতে পাহাড়ের ওপর এক রিসোর্টে আছি। শিল্পী বলে নয়, অন্য টুরিস্ট যাঁরা এসেছেন, তাঁদের সঙ্গে কথা হচ্ছিল। পৃথিবীর বহু দেশে পাহাড় দেখেছেন তাঁরা, তাঁরাও এই সৌন্দর্যে আপ্লুত হয়েছেন। আমরা তো হবই।—রফিকুন নবী
জীবনের অপরাহ্ন বেলায় ভুটানে এসেছি। দেখলাম পাহাড় এবং মেঘের গলাগলি। আমি বলব, প্রেমালাপ—সেটা আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। ছবি আঁকতে এলাম, ভালো ছবি হবে বলে মনে করছি।—কাইয়ুম চৌধুরী
কী করব তার পরিকল্পনা এখনো করিনি। তবে যে সারফেস তৈরি করেছি, তাতে রং নির্বাচনেই ভুটানের রিফ্লেকশন চলে এসেছে।—শিশির ভট্টাচার্য
একটা জল রং করা শুরু করেছি। আকাশটা গলে যাচ্ছে। পাহাড়, মেঘ গলে গলে যাচ্ছে। আমি খুব অনুপ্রেরণা পাচ্ছি। অনেকগুলো ছবি আঁকব।—হামিদুজ্জামান
ভুটানের দেখলাম ছোট দেশ, লোকসংখ্যা কম। প্রকৃতিটা এত সুন্দর, পাহাড় আর সমতলের সমন্বয়, আমাদের নতুন অভিজ্ঞতা। দেখা থেকে ছবি আঁকার চেষ্টা করব। ছবির মধ্যে এই প্রকৃতি, এই শান্ত পরিবেশ নিশ্চয়ই কিছু পরিবর্তন এনে দেবে।—মাহমুদুল হক
একটা নতুন জায়গায় অদ্ভূত ভালো লাগছে। আমার বলার অনেক কিছুই ছিল, কিন্তু আমি এতটাই অভিভূত যে কিছুই বলতে পারছি না।—তাহেরা চৌধুরী
বড় বড় শিল্পীর সঙ্গে এটাই আমার প্রথম আর্ট ক্যাম্প। এই সত্য এবং ভুটানের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমার মনে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমি নিজের মতো করেই ছবি আঁকব, তবে তাতে ভুটানের রংগুলোও থাকবে।—নগরবাসী বর্মন।
শিল্পীদের ছবিগুলো নিয়ে খুব শিগগিরই একটি প্রদর্শনী হবে গ্যালারি কায়ায়।
এত পরিপাটি দেশ এবং এত সবুজ, মেঘের লুকোচুরি খেলা, সবকিছু মিলিয়ে আমি শিহরিত হয়ে উঠেছি। আমার নিজের দেশ আমি ভালোবাসি। তারপরও বলি, বাংলাদেশের সঙ্গে এ রকম একটি দেশেরও নাগরিক হতে পারলে জীবনের স্বার্থকতা খুঁজে পেতাম।—মনসুর উল করিম
দেশটা যে এত সুন্দর, তা না এলে বুঝতে পারতাম না। দেখেই মনে হচ্ছে কাজ ভালো হবে। এত শান্ত, এখানে বেশি কথা বলার লোকও নেই। বেশ শান্ত ও নিরিবিলি পরিবেশে কাজ করতে পারব।—তরুণ ঘোষ
ঢাকা শহরের যে বিশাল জনগণের চাপ ও মানসিক চাপ তা থেকে মুক্ত হয়ে এখানে এসে মনে হচ্ছে স্বস্তি বোধ করছি। এটাই প্রথম অনুভূতি। আমরা এসেছি ছবি আঁকার জন্য, আশা রাখি আমাদের ছবি আঁকার অনুভূতি সুখপ্রদ হবে।—রনজিৎ দাস
পাহাড়ের গায়ে মেঘ, আকাশ, বাড়িঘর, সকাল-বিকালে তার রূপান্তর, সব মিলে অপূর্ব। আমার কাছে বিস্ময়কর সুন্দর মনে হচ্ছে।—সমরজিৎ রায়
পাহাড় হলেই সুন্দর হবে, সে ধারণা ছিল। সেটা যে কতখানি সুন্দর, পারো বিমানবন্দরে নেমে তা বুঝলাম। পারোতে পাহাড়ের ওপর এক রিসোর্টে আছি। শিল্পী বলে নয়, অন্য টুরিস্ট যাঁরা এসেছেন, তাঁদের সঙ্গে কথা হচ্ছিল। পৃথিবীর বহু দেশে পাহাড় দেখেছেন তাঁরা, তাঁরাও এই সৌন্দর্যে আপ্লুত হয়েছেন। আমরা তো হবই।—রফিকুন নবী
জীবনের অপরাহ্ন বেলায় ভুটানে এসেছি। দেখলাম পাহাড় এবং মেঘের গলাগলি। আমি বলব, প্রেমালাপ—সেটা আমাকে যথেষ্ট মুগ্ধ করেছে। ছবি আঁকতে এলাম, ভালো ছবি হবে বলে মনে করছি।—কাইয়ুম চৌধুরী
কী করব তার পরিকল্পনা এখনো করিনি। তবে যে সারফেস তৈরি করেছি, তাতে রং নির্বাচনেই ভুটানের রিফ্লেকশন চলে এসেছে।—শিশির ভট্টাচার্য
একটা জল রং করা শুরু করেছি। আকাশটা গলে যাচ্ছে। পাহাড়, মেঘ গলে গলে যাচ্ছে। আমি খুব অনুপ্রেরণা পাচ্ছি। অনেকগুলো ছবি আঁকব।—হামিদুজ্জামান
ভুটানের দেখলাম ছোট দেশ, লোকসংখ্যা কম। প্রকৃতিটা এত সুন্দর, পাহাড় আর সমতলের সমন্বয়, আমাদের নতুন অভিজ্ঞতা। দেখা থেকে ছবি আঁকার চেষ্টা করব। ছবির মধ্যে এই প্রকৃতি, এই শান্ত পরিবেশ নিশ্চয়ই কিছু পরিবর্তন এনে দেবে।—মাহমুদুল হক
একটা নতুন জায়গায় অদ্ভূত ভালো লাগছে। আমার বলার অনেক কিছুই ছিল, কিন্তু আমি এতটাই অভিভূত যে কিছুই বলতে পারছি না।—তাহেরা চৌধুরী
বড় বড় শিল্পীর সঙ্গে এটাই আমার প্রথম আর্ট ক্যাম্প। এই সত্য এবং ভুটানের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমার মনে অনুপ্রেরণা জোগাচ্ছে। আমি নিজের মতো করেই ছবি আঁকব, তবে তাতে ভুটানের রংগুলোও থাকবে।—নগরবাসী বর্মন।
শিল্পীদের ছবিগুলো নিয়ে খুব শিগগিরই একটি প্রদর্শনী হবে গ্যালারি কায়ায়।
No comments:
Post a Comment